ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পূর্বধলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
পূর্বধলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার

নেত্রকোনা : নেত্রকোনা পূর্বধলা শিক্ষক সমিতি’র (ফেডারেশনভুক্ত) ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এসময় উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী জগৎমণি (জেএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম।

এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। সমিতির পূর্বধলা উপজেলার আহবায়ক মো. আব্দুল কদ্দুছ বাংলানিউজে এ তথ্য জানিয়েছেন।

বিশেষ অতিথি থাকবেন- পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মহসীন রেজা, প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জি.এম.এম মোবাছেরুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক টিআইএম বদরুদ্দৌলা সিদ্দিক ফরহাদ, ময়মনসিংহ সদর উপজেলা সভাপতি মো. জালাল উদ্দিন প্রমুখ। সম্মেলনের পর গঠিত নতুন কমিটির মাধ্যমে সংগঠনের উন্নয়ন আরও তরান্বিত হওয়ার আশা রাখেন আহবায়ক কদ্দুছ।

বাংলাদেশ সময়:  ০৫০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।