ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্তক অবস্থানে রাবি প্রশাসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্তক অবস্থানে রাবি প্রশাসন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্তক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা জালিয়াতি রোধ, ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণ, খাবারের মূল্য নির্ধারণসহ সার্বিক নিরপত্তার বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

লিখিত বক্তব্যে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের জালিয়াতি ঠেকাতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সার্বিক নিরপত্তা রক্ষায় আইনশৃংঙ্খলা বাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা, র‌্যাব, ডিজিএফআই, এনএসআইসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সর্তক অবস্থানে থাকবে। ইতোমধ্যেই বেশ কিছু চক্র এবং স্থানকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত স্থানগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক এম আব্দুল বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস শিল্পী, আইসিটির পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা প্রমুখ।

আগামী ২২ থেকে ২৬ অক্টোবর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদে ৫৯টি বিভাগে কোটাসহ মোট ৪ হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ১৬ হাজার ১২০ জন। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতি আসনে লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।