ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বেরোবিতে 'অভিসন্দর্ভ রচনার নানা দিক’ শীর্ষক সেমিনার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বেরোবিতে 'অভিসন্দর্ভ রচনার নানা দিক’ শীর্ষক সেমিনার বেরোবিতে 'অভিসন্দর্ভ রচনার নানা দিক’ শীর্ষক সেমিনার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘অভিসন্দর্ভ রচনার নানা দিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে দুই ঘণ্টাব্যাপী চলা এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের রিসার্চ অফিসার আহসান হাবিব।  

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।