ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বাকৃবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। মোট ১২ হাজার ২১২ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এসএসসি ও এইচএসসিতে বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে কমপক্ষে জিপিএ ৯.৬৭ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, অনলাইনে প্রায় ২৫ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছেন। মেধাক্রমানুসারে মোট ১২ হাজার ২১২ জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে।

যোগ্যপ্রার্থীরা ২০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ওয়েবসাইটে ছবি ও কোঠার প্রমাণপত্র আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা ও আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.bau.edu.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।