ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হাবিপ্রবিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
হাবিপ্রবিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হাবিপ্রবিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে হাবিপ্রবির টিএসটি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

পরে শেখ রাসেল ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতাকর্মী, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।