ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

রুয়েটের ৩ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
রুয়েটের ৩ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৩ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬ সালের জন্য মনোনীত হয়েছেন।

সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ইউজিসির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত রুয়েট শিক্ষার্থীরা হলেন-পুরকৌশল বিভাগের আশরাফুল ইমরান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জাহিদুল ইসলাম, তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের রুহুল আমিন রাতুল।

বিজ্ঞপ্তিতে ২০১৫ ও ১৬ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তবে এ পদক কবে দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০১৬ সালের জন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। সেখান থেকে ৩ জনের নামের তালিকা প্রকাশ
করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।