ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের  ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা ২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জানা যায়, আশানুরূপ আবেদন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nstu.edu.bd) তে।

 এছাড়াও চার ইউনিটে ২৫টি ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নিম্নরূপঃ  

 A ইউনিট: ৩ নভেম্বর ২০১৭, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। B ইউনিট: ৩ নভেম্বর ২০১৭, বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। C ইউনিট: ৪ নভেম্বর ২০১৭, সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। D ইউনিট: ৪ নভেম্বর ২০১৭, বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।