ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

‘আজকের শিশুরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
‘আজকের শিশুরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ৬০০টি টিফিন বক্স বিতরণ করা হয়। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় মিড ডে মিল চালুর লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক হাজার ৬০০টি টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের রাসেল অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।


 
তিনি বলেন, ‘প্রত্যেক শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। সমাজে অবহেলিত শিশুদের বেশি যত্ন নেওয়া প্রয়োজন। লেখাপড়ায় অপেক্ষাকৃত দুর্বল শিশু শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে অভিভাবকদেরও সচেতন করতে হবে। কেননা, আজকের শিশুরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে’।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম মামুন, নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুকাতে রাব্বী, ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার, ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান আকতার।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, সাইফুল ইসলাম, লাল মিয়া, এম এ তারেক হেলাল, হারুন অর রশিদ সেলিম, নাজমুল কাদির শিপন ও জুলফিকার আলী ভুট্টু প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
 
একই অনুষ্ঠানে ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ১৯৫টি নলকূপ, ২৫টি হুইল চেয়ার, ১৩টি কম্পিউটার, ৯৬টি সেলাই মেশিন, ৫টি স্প্রে মেশিন ও ১১৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।