ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

খাগড়াছড়িতে শিক্ষক দিবসে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
খাগড়াছড়িতে শিক্ষক দিবসে র‌্যালি খাগড়াছড়িতে শিক্ষক দিবসে র‌্যালি

খাগড়াছড়ি: শিক্ষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখা।

দিসবটি উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক তাজ নাহার রিপন।
 
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির সদস্য বিমল ত্রিপুরা, অরিন্দম কৃষ্ণ দে, ছাত্র ফ্রন্টের কলেজ কমিটির আহ্বায়ক স্বাগতম চাকমা, চাইশেপ্রু মারমা প্রমুখ।
 
আলোচনা সভা থেকে খাগড়াছড়ি কলেজে বিসিএস কোর্স, নতুন বিষয়ে অনার্স কোর্স ও মাষ্টার্স কোর্স চালু, পিএসি ও জেএসসি পরিক্ষা বাতিলের দাবি জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।