ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবি ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল: ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উর্ত্তীর্ণ প্রার্থীদের ২০১৫ এর নতুন গেজেট ও পরিপত্র অনুযায়ী দ্রুত এবং একক নিয়োগের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

দেশব্যাপী একযোগে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে ‘১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. বায়জিদুর রহমান, শফিকুল ইসলাম, নাসরিম জাহান মনি, আবুল কালাম মোহাব্বত প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের পরিপত্র ও গেজেট বাস্তবায়নে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত একক নিয়োগ সহ ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।