ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নোবিপ্রবির হলের প্রভোস্ট পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
নোবিপ্রবির হলের প্রভোস্ট পরিবর্তন

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট পরিবর্তন করা হয়েছে।

"বিবি খাদিজা" ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন কৃষি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভুঁঞা এবং একমাত্র ছাত্র হল "ভাষা শহীদ আব্দুস সালাম’র প্রভোস্ট হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গাজী মহসীন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান মনোনীত এ দুই শিক্ষককে রেজিস্টার অফিস থেকে রোববার (১৭সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ পাঠানো হয়।

মঙ্গলবার প্রভোস্টদ্বয়ের এ নতুন দায়িত্বে যোগদানের কথা রয়েছে।


এর আগে অধ্যাপক ইউসুফ মিঞা এবং সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন যথাক্রমে ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বিবি খাদিজা হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।