ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

গণস্বাস্থ্য মেডিকেলে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
গণস্বাস্থ্য মেডিকেলে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু গণস্বাস্থ্য মেডিকেলে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু-ছবি-বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী হাবিবুর রহমান আনসারি স্মরণে শুরু হলো ‘প্রয়াত হাবিব আনসারি স্মৃতি ষষ্ঠ ইন্টার এমবিবিএস ফুটবল টুর্নামেন্ট-২০১৭’। 

এ আয়োজনের টাইটেল স্পন্সর নোহেপ (NOHep).

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভিন বানু। বিশেষ অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.ফরিদা আদিব খানম, ফিজিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুনজিবা শামস।

জাতীয় সঙ্গীত ও হাবিব আনসারির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে হাবিব আনসারির নামে টুর্নামেন্টের নামকরণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য দেন ফিজিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুনজিবা শামস।

অধ্যক্ষ অধ্যাপক ডা.ফরিদা আদিব খানম বলেন, নিয়মিত রুটিনমাফিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন রয়েছে। এমন আয়োজনের মাধ্যমে সিনিয়র-জুনিয়রদের মধ্যে সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও গভীর হবে।  

পরবর্তীতে টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করে বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভিন বানু। এবারের টুর্নামেন্টে এমবিবিএস মোট ছয়টি ব্যাচ অংশ নিচ্ছে।

১৯তম ব্যাচের হাবিবুর রহমান ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।