ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবির ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জাবির ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি জাবির ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৩০জন শিক্ষার্থীকে মুজিবুর রহমান-দিলারা রহমান ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিভাগের সেমিনার কক্ষে বৃত্তি পরিচালনা কমিটির উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ দেওয়া হয়।

এ সময় বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আ শ ম ফিরোজ-উল-হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও মুহিত রহমান এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে, যে মহান দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

এ সময় তিনি মেধাবি শিক্ষার্থীদের মেধা বিকাশে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

বৃত্তি দেওয়ার সময় বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক সামসুন্নাহার খামন, অধ্যাপক নাসিম আখতার হুসাইন, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক কে এম মহিউদ্দিন, অধ্যাপক বশির আহমেদসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad