ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

‘আমাকে চাপ দিয়ে অন্যায় কিছু করাতে পারবে না’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
‘আমাকে চাপ দিয়ে অন্যায় কিছু করাতে পারবে না’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেছেন, ‘আমাকে চাপ দিয়ে কেউ অন্যায় কিছু করাতে পারবে না। আমি ভালোদের মাথায় তুলে রাখবো, কিন্তু খারাপদের ছাড় নেই।’

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

‘বিশ্ববিদ্যালয়কে আবারো শীর্ষস্থানে নিয়ে যেতে চান বলে উল্লেখ করেন উপাচার্য।

শিক্ষক নিয়োগে সবসময় মেধাবীদের অগ্রাধিকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ’

উপাচার্য দফতরে প্রচুর ফাইল আটকা রয়েছে উল্লেখ করে অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, ‘আমি দ্রুত আটকে থাকা সব ফাইল ক্লিয়ার করে দিব। আজকেও অনেক ফাইল ছাড়ে দিয়েছি। ’

তিনি বলেন, ‘যৌন নিপীড়ন কিংবা ফিজিক্যালি অ্যাসল্টের বিষয়ে কোনো ছাড় নেই। আমি কর্মস্থলে গিয়ে কাউকে অনুপস্থিত পেলে সাসপেন্ড করে দিব। কিন্তু কারও রুটি-রুজি নিয়ে টানাটানি করতে চাই না। এখানে কিভাবে ফান্ড গঠন করা যায়, গবেষণায় বরাদ্দ বাড়ানো যায়, কোয়ালিটি সম্পন্ন বিভাগ সৃষ্টি করা যায়, সেটাই দেখবো। ’

তিনি আরো বলেন, ‘আমি আমার চার বছর মেয়াদ যথেষ্ঠ মনে করি। সমস্যা হয় যখন কেউ আরো এক বা দুই দফা উপাচার্য পদে থাকতে চায়। ’

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।