ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিবির সন্দেহে ঢাবির ৭ শিক্ষার্থীকে থানায় সোপর্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
শিবির সন্দেহে ঢাবির ৭ শিক্ষার্থীকে থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিবির সন্দেহে মারধরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭ শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১২ আগস্ট) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তাদের থানায় সোপর্দ করা হয়।

মাস্টারদা সূর্য সেন হলের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ইমন হোসাইন ও মো. রায়হান, স্যার এ এফ রহমান হলের আরবি বিভাগের জিল্লুর রহমান, মাহাবুব আলম, ইসলামিক স্টাডিজের নাজমুল হাসান, বিজয় একাত্তর হলের আল আমিন হাওলাদার ও জিয়া হলের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মনিরুল ইসলাম।

মনিরুলকে শিবির সন্দেহে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। ২২৭ নম্বর কক্ষে আটকে রেখে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলী হোসেনসহ অন্য নেতাকর্মীরা তাকে ব্যাপক মারধর করেন।

পরে অবস্থা সংকাটাপন্ন হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে দেখতে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, শিবির সন্দেহে ৭ শিক্ষার্থীকে থানায় দেওয়া হয়েছে। আমরা যাচাই-বাছাই করছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।