ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ বৃহস্পতিবার

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ বৃহস্পতিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়/ছবি-বাংলানিউজ

ঢাকা: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩ আগস্ট)। এবছর বিজ্ঞান, কলা ও বাণিজ্য অনুষদে ৩৯টি বিভাগে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক কর্মকর্তা ড. রাজেশ ভৌমিক বাংলানিউজকে জানান, চলতি সেশনে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবেন।

ভর্তিচ্ছুরা আগামী ৩ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে পারবেন www.tripurauniv.in এই ঠিকানায়। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।