ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ঢাবির ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

সম্ভাব্য তারিখ অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৬ সেপ্টেম্বর ও অংকন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ চুড়ান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।