ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কিশোরগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কিশোরগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ, কুলিয়ারচরের আবুল কাসেম কলেজ ও ভৈরব উপজেলার ভৈরব আইডিয়াল কলেজ।

ফলাফল পর্যালোচনায় জানা গেছে, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষার্থী অংশ নেন।

এদের কেউ পাস করেনি। এছাড়া ভৈরব উপজেলার ভৈরব আইডিয়াল কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে এবং কুলিয়ারচরের আবুল কাসেম কলেজ থেকে দু'জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করেনি।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।