ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

শিক্ষা

শতভাগ অকৃতকার্য কলেজ এবার রেকর্ড ভাঙলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
শতভাগ অকৃতকার্য কলেজ এবার রেকর্ড ভাঙলো শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ

কুষ্টিয়া: এইচ এস সি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজটি এবার রেকর্ড ভেঙেছে। বিগত বছরে শতভাগ অকৃতকার্য হওয়া সেই কলেজে এবার ১০ জন পরীক্ষার্থী পাশ করেছে। এ নিয়ে শিক্ষকদের মনে আনন্দের ঝড় বইছে।

জানা যায়, সরকারের এমপিওভুক্ত না হয়েই জাতীয়করণের তালিকায় রয়েছে কুষ্টিয়া দৌলতপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। ইতোপূর্বে তাদের শতভাগ ফেল করার রেকর্ড রয়েছে।

২০১৬ সালে কলেজটিতে একজনও পাস করেছিল না। দুইজন পরীক্ষার্থী অংশ নিয়ে তারা দু’জনই অকৃতকার্য হয়।

তবে এ বছর কলেজ থেকে ১৯ জন পরীক্ষার্থী পর‍ীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাশ করেছে। এবার শিক্ষক ও ছাত্রীদের মনে আশার আলো জ্বালিয়েছে কলেজটি।
 
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গতবছর আমাদের কলেজ থেকে কেউ পাশ করেছিল না। এ বছর ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাশ করেছে।

তিনি আরো বলেন, কলেজটি এমপিওভুক্তি না হলেও ইতোমধ্যে জাতীয়করণের সব কাজ শেষ হয়েছে। চলতি বছরে ৭০ জন ছাত্রী ভর্তি হয়েছে। আশাকরছি এরা ভালো রেজাল্ট করবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।