ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
পবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত পবিপ্রবিতে সেমিনারে অতিথিরা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে ‘ইফেক্টস অব ম্যানাজারিয়াল প্র্যাকটিসেস অন প্রোডাক্টিভিটি প্রটিটাবিলিটি ডিফারেন্সিয়ালস ফর পাঙগাস অ্যান্ড তেলাপিয়া ফার্মস অব ভেরিং স্কেলস অব অপারেশন অ্যান্ড টেনার সিস্টেম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

ইকোনোমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর বদীউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-অর- রশিদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান বিভাগের প্রফেসর ড. আখতারুজ্জামান খান, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ফকির আজমল হুদা।

সেমিনার সঞ্চালনা করেন- সহযোগী অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকসহ ৪০ জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।