ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ফলাফলে এবারো এগিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ফলাফলে এবারো এগিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ  আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের উল্লাস

ঢাকা: ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে সেনাবাহিনী নিয়ন্ত্রিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবারো এগিয়ে রয়েছে। কলেজটি গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে সুনাম ধরে রেখেছে।

এছাড়া ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে।  

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ১শ’ ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

কলেজের সার্বিক পাসের হার ৯৯ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১শ’ ২১ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩শ’ ৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪৯ জন।  

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫শ’ ৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৯ জন এবং মানবিক বিভাগ থেকে ১শ’ ৮১ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।  

শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ১ হাজার ৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩ শ’ ৪৫ জন জিপিএ ৫ পেয়েছে।  

বিজ্ঞান বিভাগে ৫শ’ ৯৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ ৫  পেয়েছে ৩শ’ ৩৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২শ’ ৮২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ জন। মানবিক বিভাগ ১শ’ ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪ জন।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad