ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম ফার্মা পুনর্মিলনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম ফার্মা পুনর্মিলনী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম ফার্মা পুনর্মিলনী

ঢাকা: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রথম ফার্মা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাজধানীর বিএমএ মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ খালেক বলেন, মানুষের কল্যাণে না এলে টাকা এবং শিক্ষা উভয়ই মূল্যহীন। শিক্ষা নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. আবদুল গনি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাসেম ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এম. মোসাদ্দেক হোসাইন, জেসন ফার্মাসিউটিক্যালসের এমডি মো. সলিমুল্লাহ পুর্নমিলনীর আহ্বায়ক তাসলিমা বেগম।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ‍জুলাই ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।