ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবির নতুন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
রাবির নতুন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা আনন্দ কুমার সাহা।

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৭ জুলাই) আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবেন।


 
রাবির উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ গত ১৯ মার্চ শেষ হয়।
 
ওই বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহানকে গত ৭ মে উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।
 
আগের উপ-উপাচার্যর মেয়াদ শেষ হওয়ার ৩ মাস ২৬ দিন পর নতুন উপ- উপাচার্য নিয়োগ দেওয়া হল। এ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদটি এখনও ফাঁকা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।