ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

শেরপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
শেরপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ঈদ পুনর্মিলনী

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিজে উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক (এসএসসি) ১৯৯১ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
 

বুধবার (২৮ জুন) দুপুরে ওই প্রতিষ্ঠান প্রাঙ্গণে আহ্বায়ক আবু সাঈদ ফকিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার।


 
এছাড়া অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম পোদ্দার ববি, প্রধান শিক্ষক আকতার হোসেন বিপ্লব, প্রাক্তণ শিক্ষক আব্দুল হামিদ, সদানন্দ লাহেড়ী, আব্দুল ওয়াহেদ, আলতাফ হোসেন, আব্দুর রশিদ, ৯১তম ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক সুজিত বসাক, রবিউল হোসেন জালাল, মাহবুবুল আলম বুলবুল, মঞ্জুরে মাওলা, মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
 
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।