ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

ফেনীতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
ফেনীতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

ফেনী: ফেনীতে দুই দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১১ জুন) সকালে জেলা সরকারি কলেজ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাসের সঞ্চালনায় মেলায় আরও উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম প্রমুখ।

মেলায় জেলার ৭টি কলেজ, ২১টি স্কুলসহ মোট ২৯টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মেলা উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্কের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই মেলা সোমবার বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।