ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুন ৬, ২০১৭
পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশেপাশের এলাকায় রয়েছে শত শত পথশিশু। এসব শিশুর চাওয়া বেশিরভাগ সময়ই সময় পূরণ হয় না। রয়েছে অনেক সীমাবদ্ধতা। তবে সব বাধা দূর করে পবিত্র মাহে রমজানে শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্রিট ল্যাম্প’।
 

মঙ্গলবার (০৬ জুন) সন্ধ্যায় টিএসসিতে পথশিশুদের নতুন জামা, সেমাই ও ইফতার খাদ্য দেয় সংগঠনটি।
 
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক তুফায়েল আহমদ বলেন, মূল লক্ষ্য হচ্ছে পথশিশুদের শিক্ষা লাভের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবনের সুযোগ করে দেওয়া।

এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
 
সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ হাবীবুর রহমান বলেন, দেশে পথশিশুরা বিশাল জনগোষ্ঠীর। তাদের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। সরকারকেও এখানে এগিয়ে আসা উচিত।

স্ট্রিট ল্যাম্প ঢাবি শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পথশিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তাদের যাত্রা শুরু।
 
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসকেবি/পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।