ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

জবির মাসব্যাপী ছুটি শুরু ৪ জুন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
জবির মাসব্যাপী ছুটি শুরু ৪ জুন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গ্রীষ্মকালীন ছুটিসহ শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা এক মাসের ছুটি শুরু হচ্ছে ৪ জুন।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটিসহ শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী রোববার (৪ জুন) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ এবং আগামী রোববার (১৮ জুন) থেকে সোমবার (৩ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দফতর মঙ্গলবার (৪ জুলাই) এবং সব ক্লাস রোববার (৯ জুলাই) থেকে যথারীতি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
ডিআর/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।