ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মানববন্ধন

ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আল্ জাবিরকে হত্যার হুমকিসহ সব অন্যায়-অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সামাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।

 

মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২৯, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।