ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

মাস্টার্সের রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ২৮ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
মাস্টার্সের রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ২৮ মে

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সবশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ মে (রোববার)।

বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মে বিকেল ৪টায় যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে পাঠালে এবং ওয়েবসাইট www.nu.edu.bd/admissions, admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বিবিএ, বিএড, এএমটি, এফডিটি, কেএমটি, সিএসই, ইসিই, টিএইচএম এবং টিএমএস প্রফেশনাল কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বুধবার (২৪ মে)  থেকে দেওয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions/regicard) থেকে কলেজ লগইনে ক্লিক করে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমআইএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।