[x]
[x]
ঢাকা, শনিবার, ৮ বৈশাখ ১৪২৫, ২১ এপ্রিল ২০১৮

bangla news

গাজীপুরে আইইউটির গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-২০ ১:৩৩:২৪ এএম
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি

গাজীপুর: অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটির) ৪২তম গভর্নিং বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইইউটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাইদ আল-আলাম আলজাহারানী।

উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, নাইজেরিয়ান প্রতিনিধি ব্যারিস্টার ইয়াকুব আহমেদ ডানফোলতি, মালয়েশিয়ান প্রতিনিধি ইউটিইএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাতুক ড. শাহরিন বিন শহিব, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম অজতুর্ক , বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসের প্রতিনিধি, ওআইসির সহকারী মহাসচিব রাষ্ট্রদূত মোহাম্মদ নাঈম খান এবং ওআইসির অ্যাডমিন ও ফাইন্যান্সের মহাপরিচালক ফাহাদ আল দাক্কান।

বোর্ড ২০১৮ সালের আর্থিক বছরের বাজেটের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ নীতিসহ অনেক বিষয় নিয়ে আলোচনা করে। বিশ্ববিদ্যালয়টিকে সত্যিকার অর্থে সারা বিশ্বের রোল মডেলে পরিণত করতে জোর তাগিত দেন আলোচকরা।

বাংলাদেশ সময়: ০১৩০, মে ২০, ২০১৭
আএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa