[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৮ আষাঢ় ১৪২৫, ২১ জুন ২০১৮

bangla news

রাবিতে আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন স্ফূলিঙ্গ-১

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-১৯ ৮:২১:০২ পিএম
রাবিতে আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন স্ফূলিঙ্গ-১-ছবি: বাংলানিউজ

রাবিতে আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন স্ফূলিঙ্গ-১-ছবি: বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃহল বির্তক প্রতিযোগিতায় শহীদ সোহরাওয়ার্দী হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শামসুজ্জোহা হলের বিতর্ক দল স্ফুলিঙ্গ-১।

শুক্রবার (১৯ মে) বিকেলে সোহরাওয়াদী হলের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান। চূড়ান্ত পর্বে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন শহীদ শামসুজ্জোহা হলের রিমন। এছাড়া ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রোহসান।

বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সহ সভাপতি হাসিবুল আহসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সোহরাওয়াদী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন-টিএসসিসির পরিচালক অধ্যাপক টি এম এম নূরুল মোদ্দাসের চৌধুরী ও হলের আবাসিক শিক্ষক মো. সোহেল হাসান।

১০ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল থেকে ২৪টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa