ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবিতে ভিজ্যুয়াল এনথ্রোপোলজি বিষয়ক সম্মেলন বুধবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ৯, ২০১৭
ঢাবিতে ভিজ্যুয়াল এনথ্রোপোলজি বিষয়ক সম্মেলন বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ভিজ্যুয়াল এনথ্রোপোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে বুধবার (১০ মে)।

মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাসান আল শাফী ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. সাইফুর রশীদসহ সম্মেলনের মূল বক্তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কাস ব্যাংকস ও অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ও সম্মেলনের বিশেষ অতিথি বব পকৠান্ট বক্তব্য রাখেন।

 

অন্যদের মধ্যে শাহাজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাজহারুল ইসলাম, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের (দিল্লি) সমাজবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আগামী ১০ ও ১১ মে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মূল মিলনায়তনে ভিজুয়াল সাউথ এশিয়া: এনথ্রোপোলজিক্যাল এক্সপ্লোরেশান অব মিডিয়া অ্যান্ড কালচার শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মার্কাস ব্যাংকস বলেন, এ সম্মেলনের দু’টি উদ্দেশ্য রয়েছে। দেশ বিদেশের নৃবিজ্ঞানীরা অংশগ্রহণের মাধ্যমে তাদের মতামত দিতে পারবেন। বিভিন্ন দেশে নৃবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার মাধ্যমে নতুনত্ব নিয়ে আসবে।

সম্মেলনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজার‌ল্যান্ড, শ্রীলংকা, ভারতসহ বিভিন্ন দেশের ৬০ জন শিক্ষক, গবেষক, প্রাবন্ধিক অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসকেবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।