ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ফেনীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে জম্পেশ আড্ডা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
ফেনীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে জম্পেশ আড্ডা ফেনী পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তরুণ-তরুণীদের আড্ডা-ছবি-সোলায়মান হাজারী ডালিম

ফেনী: সকাল সাড়ে ৯টা। সকালের স্নিগ্ধতা সরিয়ে গ্রীষ্মের খরতাপ পোড়াতে শুরু করেছে কংক্রিটের শহরকে। পাবলিক লাইব্রেরির বারান্দায় জম্পেশ আড্ডায় মজেছেন ফাহাদ, হাসনাত, কেয়া, নাহিদ, ফয়সাল, আজাদ, ফাহমিদা, সানজিদা ও ইমো।

ওরা ৯ জন। সবাই ফেনী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এসেছিলেন ক্লাসে। কিন্তু কোন কারণে ক্লাস বসেনি আজ। সব‍াই মিলে তাই এখানে এসে আড্ডা বসিয়েছেন ছায়া আর বাতাসে।

ফেনী শহরের কলেজ রোড়স্থ পাবলিক লাইব্রেরি চত্বরের আড্ডার গল্পগুলো এমনই। প্রতিদিন এখানে আসে স্কুল কলেজের শিক্ষার্থীরা। আড্ডা জমায়, স্টাড়ি সার্কেল করে। এ যেন তাদের একমাত্র পছন্দের জায়গা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলানিউজের চোখে পড়ে এ প্রাণবন্ত আড্ডা। ফেনী পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তরুণ-তরুণীদের আড্ডা-ছবি-সোলায়মান হাজারী ডালিমসকাল সাড়ে ১০টায় পত্রিকার রিডিং রুম থেকে বেরিয়ে দেখা গেল, জটলা বেঁধে আরেক দল তরুণ-তরুণী আড্ডা আর আলোচনায় মেতেছেন। শারমিন আজিজ, সাদিয়া, মাহফুজ আর মোমেন সবাই ফেনী সরকারি কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী।

কাছে গিয়ে দেখা গেল, তারা পাঠ চক্র করছেন। আজ তাদের বিষয়বস্তু সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লাল সাল‍ু’।  

লাইব্রেরিতে বসে বই পাঠ প্রসঙ্গে আজিজ নামে এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আড্ডা দিতে ভাল লাগলেও ভেতরে বসে বই পড়তে তেমন ভাল লাগে না। ফেনী পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তরুণ-তরুণীদের আড্ডা-ছবি-সোলায়মান হাজারী ডালিমসানজিদা নামে অপর এক শিক্ষার্থী বলেন, লাইব্রেরিতে বসে বই পড়ার ইচ্ছে থাকলেও কোন উপায় নেই। সকালে লাইব্রেরি খোলে না। খোলে বিকাল ৪টা থেকে।

ইংরেজি সাহিত্যের আরেক ছাত্র আজিজ বাংলানিউজকে বলেন, লাইব্রেরি আন্দোলনকে যদি সামাজিক আন্দোলনে পরিণত করা যায় তাহলে যুব সমাজ আগ্রহ প্রকাশ করবে বই পড়তে। যে জন্য প্রয়োজন বই পাঠ প্রতিযোগিতার মত ভাল ভাল উদ্যোগ নেওয়া।
 
ফেনী পাবলিক লাইব্রেরির প্রধান সমন্বয়ক জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রতিদিন এখানে অনেক শিক্ষার্থী আসেন, যারা এখানে আড্ডা দিতে পছন্দ করেন। তবে এখানে কোন খারাপ আড্ডা হয় না। পুরো আঙ্গিনাই ধুমপান মুক্ত।

আরও খবর...
** ‘জনবল ও অর্থ সংকটে’ বাংলা একাডেমি গ্রন্থাগার
** খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের দুর্দশা চরমে
** ময়মনসিংহের আলোর পাঠশালায় দু’দিন তালা!
** বরিশাল গণগ্রন্থাগারের সেমিনার কক্ষও বেহাল!
** গরুর অভ্যর্থনা মৌলভীবাজার গণগ্রন্থাগারে!
** মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার কুকুরের বিচরণক্ষেত্র!
** সপ্তাহে ৩ দিনই ছুটি দিনাজপুর পাবলিক লাইব্রেরিতে!‍
** জাতীয় গ্রন্থকেন্দ্রে বই আছে, পাঠক নেই!
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসএইচডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।