ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ভিকারুননিসার শিক্ষক-কর্মীদের বেতন ঢাকার ডিসির স্বাক্ষরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ভিকারুননিসার শিক্ষক-কর্মীদের বেতন ঢাকার ডিসির স্বাক্ষরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহের লক্ষ্যে বিলে স্বাক্ষর দেওয়ার জন্য ঢাকা জেলা প্রশাসককে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে জরুরি ভিত্তিতে গভর্নিং বডি গঠনের জন্য ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
 
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছা. সুফিয়া খাতুন বাংলানিউজকে বলেন, নয় বছর পর আগামী ২২ এপ্রিল গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হবে।


 
‘এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ছয় মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব প্রস্তুতি সম্পন্ন। কিন্তু হঠাৎ করে নির্দেশনায় নির্বাচন হবে কিনা- সে বিষয়ে নির্দেশনা দেখে জানা যাবে। ’
 
কমিটি জটিলতায় শিক্ষক-কর্মচারীরা মার্চের বেতন এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত পাননি বলে জানান অধ্যক্ষ সুফিয়া খাতুন। অথচ মাসের শুরুতেই বেতন পেয়ে থাকেন তারা।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।