ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবি সাংবাদিকের ওপর হামলায় জাবি সাংবাদিকদের নিন্দা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ঢাবি সাংবাদিকের ওপর হামলায় জাবি সাংবাদিকদের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বার্তাসংস্থা ইউএনবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহম্মেদ সুজন এবং সাধারণ সম্পাদক শরীফুল কবীর শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন সংবাদকর্মীর ওপর হামলা অত্যন্ত দুঃখজনক।

এটা মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। জাবিসাস এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত এই ঘটনার ইন্ধনদাতা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত ১৩ মার্চ (সোমবার) ‘বিজয় একাত্তর’ হলে সংবাদ সংগ্রহ শেষে রাত ৩টার দিকে নিজ কক্ষে ফেরার সময় কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী মুখে কাপড় বেঁধে এসে ওই সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে ওই সাংবাদিক গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জিপি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।