ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১৮ মার্চ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
বাকৃবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১৮ মার্চ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ১৮ মার্চ (শনিবার)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

প্রতিযোগিতায় ছাত্রদের ১২টি ও ছাত্রীদের ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে স্টেডিয়াম পর্যন্ত অলিম্পিক মশাল র‌্যালি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে রোববার বিকেল ৪টায়।

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।