ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নতুন প্রজন্মের মাধ্যমে প্রযুক্তি রফতানি করবে বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
নতুন প্রজন্মের মাধ্যমে প্রযুক্তি রফতানি করবে বাংলাদেশ অনুষ্ঠানে অতিথিরা/ ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: নতুন প্রজন্মের মাধ্যমে আগামীতে বাংলাদেশ প্রযুক্তি রফতানি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চিরকাল জ্ঞান আমদানি করবো না, প্রযুক্তি আমদানিকারক হিসেবে থাকবো না। আমরা জ্ঞান, প্রযুক্তি সৃষ্টি করবো এবং তা বিদেশে রফতানি করবো। আর নতুন প্রজন্মই এটি গড়ে ত‍ুলবে। সেই পথেই আমরা এগিয়ে যেতে চাই।

এ জন্য সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও বিজ্ঞান শিক্ষার অগ্রগতি বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন নাহিদ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে চাই। এটি শুধু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়। সেজন্য জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট প্রফেসর ইমেরিটাস ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ এর সমন্বয়ক অধ্যাপক ড. নঈম চৌধুরী, বিজ্ঞান একাডেমির সেক্রেটারি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ প্রমুখ।

নবম হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় গ্রুপে এবং একাদশ হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ গ্রুপে বিভক্ত হয়ে দেশের সাতটি বিভাগের প্রায় ৬০০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে এক গ্রুপ থেকে ৩০ জন করে সর্বমোট ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের  উপবৃত্তি, মেডেল, সনদপত্র ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসকেবি/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।