ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

জাবিতে র‌্যাগ উৎসব শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
জাবিতে র‌্যাগ উৎসব শুরু জাবিতে র‌্যাগ উৎসব শুরু/ ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চার দিনব্যাপী ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী ‘র‌্যাগ’ উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উপাচার্য ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের উন্নতি ও সফলতা কামনা করেন।

একইসঙ্গে শিক্ষার্থীরা দেশ-বিদেশে অবদান রেখে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবেন এ আশা ব্যক্ত করেন। রাজা-রাণী ঘোড়ার গাড়িতে করে ক্যাম্পাস ঘোরেন/ ছবি: বাংলানিউজ

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় রাজা-রাণী ঘোড়ার গাড়িতে করে ক্যাম্পাস
ঘোরেন। এরপর শুরু হয় রং উৎসব। রং উৎসবে কিছুক্ষণের জন্য মেতে ওঠেন ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরা। সন্ধ্যায় মৃৎমঞ্চে থাকছে বাউল সন্ধ্যা।

অনুষ্ঠানের দ্বিতীয়দিন থাকছে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যাগ আড্ডা, ফানুস উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা এবং কনসার্ট।

তৃতীয়দিন রোববার (২৬ ফেব্রুয়ারি) থাকছে ফটোসেশন, ঘুড়ি উৎসব, মেহেদি উৎসব, খেলাধুলা (ফুটবল ও ক্রিকেট) এবং সন্ধ্যায় কনসার্ট। আনন্দ র‌্যালি

অনুষ্ঠানের শেষ দিন (২৭ ফেব্রুয়ারি) থাকছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ডিনার। একইসঙ্গে রয়েছে ডিজে পার্টির
আয়োজন।

র‌্যাগ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।