ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এমপিওভুক্তির দাবি বেসরকারি কলেজ শিক্ষকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমপিওভুক্তির দাবি বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে পরিচালিত দেশের বিভিন্ন কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষকরা।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান প্রধান বক্তা হিসেবে মানববন্ধনে বলেন, ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে পরিচালিত দেশের বিভিন্ন কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি করতে হবে।

কেননা, দীর্ঘ ২৫ বছর ধরে কলেজ কর্তৃপক্ষ তাদের বঞ্চিত করে আসছে। এতে অনিশ্চিত ভবিষ্যত ও মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চশিক্ষার মান উন্নয়ন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি শাজাহান মোল্লা, আতাউর রহমান, আনিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
ইইউডি/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।