ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পরীক্ষার আগে হাতে হাতে প্রশ্ন, ফাঁস বলছে না বোর্ড!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
পরীক্ষার আগে হাতে হাতে প্রশ্ন, ফাঁস বলছে না বোর্ড!

ঢাকা: এসএসসি পরীক্ষার আবশ্যিক গণিত বিষয়ের ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আদান-প্রদান হওয়া প্রশ্নে রোববার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

গণিতের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস হলেও তাকে ‘ফাঁস’ বলছে না ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার রাতে বাংলানিউজকে বলেন, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, সাড়ে নয়টায় একজন সাংবাদিক মেইল করেছেন।

‘এটাকে আমরা ফাঁস বলছি না, কোনো কেন্দ্র থেকে এ ঘটনা ঘটেছে। ট্রেজারি থেকে যাওয়ার পর মাঝে মধ্যে এ ঘটনা ঘটায়। আমরা ধরার চেষ্টা করছি। আজও টিম বিভিন্ন জায়গায় গিয়েছিলো। কারা এটা করেছে আমরা তা বের করার চেষ্টা করছি। ’
 
পরীক্ষা বাতিল করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আগের দিনে ফাঁস হলে বাতিলের ব্যবস্থা করা হতো। আপাতত বাতিল হচ্ছে না।

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র শুরু থেকেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবারের মতো মাধ্যমে আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে।

রাত ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।