ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

জাবি উপাচার্য প্যানেল নির্বাচন ২০ ফেব্রুয়ারি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৪
জাবি উপাচার্য প্যানেল নির্বাচন ২০ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এম এ মতিন প্যানেল নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রাষ্ট্রপতির নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত করতে ২০ ফেব্রুয়ারি সিনেটে প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এর আগে শিক্ষকদের আন্দোলনের মুখে গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন পদত্যাগ করেন। এরপর উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

উপাচার্যেকে এক মাসের মধ্যে বিদ্যমান সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২৩ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর এক মাসের মধ্যেই উপাচার্য প্যানেল নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রফেসর এমএ মতিন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেটের ৯৩ সদস্যের মধ্যে ৭৮ জনই মেয়াদোত্তীর্ণ। ১১টি পদ শূন্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।