ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যবৈষম্য নিরসনে আমলাতন্ত্র বড় বাধা-বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১০

ঢাকা : আমলাতন্ত্রের কারণেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য বৈষম্য দূর করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

আজ পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক-অশুল্ক বাধা’ শীর্ষক এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বাণিজ্যমন্ত্রী।



মন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দুই দেশের মধ্যকার বাণিজ্য বৈষম্য দূর হচ্ছে না। ’

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১০
এমএএম/এসএফ/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।