ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সিঙ্গাপুরকে আরও বেশি বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
সিঙ্গাপুরকে আরও বেশি বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান

ঢাকা: বাণিজ্যমন্ত্রী ফারুক খান বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বৃহস্পতিবার সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী লিম হং কিয়াংয়ের সঙ্গে তার কার্যালয়ে বৈঠককালে এ আহ্বান জানান।



তিনি সিঙ্গাপুরের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহ দেওয়ার জন্যও সেদেশের কর্তৃপরে প্রতি আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী চীনের সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড এক্সপো-২০১০’ এ অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে দু’দিন সিঙ্গাপুর সফর করেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও কৃষিপণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে।

লিম হং কিয়াং সিঙ্গাপুরের অর্থনীতিতে বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ও শ্রমিকদের অবদানের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।