ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য কমিশনের বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য কমিশনের বৈঠক চলছে

ঢাকা: বাংলাদেশ-মিয়ানমার যৌথ বাণিজ্য কমিশনের চতুর্থ বৈঠক চলছে রাজধানীর শেরাটন হোটেলে।

দু’দিনের এ বৈঠকের প্রথম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত সাতটি প্রস্তাব দিয়ে আলোচনা শুরু হয়।



বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। মিয়ানমারের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী অং তুন।

বাংলাদেশের অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, যোগাযোগ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

সরকারি কর্মকর্তার পাশাপাশি মিয়ানমারের প্রতিনিধিদলেও রয়েছেন ব্যাবসায়ী প্রতিনিধিরা।

মিয়ানমারের প্রতিনিধিদলটি বুধবার দুপুরে সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

বাংলাদেশ সময় : ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।