ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

শফিক জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

জামালপুর: চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে নতুন করে উৎপাদন শুরু হয়েছে জামালপুরে তারাকান্দির যমুনা সার কারখানায়।

জানা গেছে, বার্ষিক ওভারহোলিংয়ের জন্য দৈনিক ১৭ শ’ মেট্রিক টন উৎপাদনম দেশের বৃহত্তম এ সার কারখানার উৎপাদন গত ২০ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়।



এর ৩৫ দিন পর প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ওভারহোলিং শেষে গত ২৫ মে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও গ্যাস সঙ্কটের কারণে সেটি সম্ভব হয়নি।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান বাংলানিউজকে জানান, ‘এতে কারখানার মজুদ শূন্যের কোঠায় নেমে আসে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ কেটি টাকার উৎপাদন ক্ষতি হয়। সে হিসেবে ৪ মাস বন্ধ থাকায় কারখানার উৎপাদন তি প্রায় দুশ’ কোটি টাকা। ’

তবে প্রয়োজনীয় গ্যাস সরবারাহ পাওয়ার পর সকাল থেকে কারখানায় নতুন করে উৎপাদন শুরু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।