ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কটিয়াদীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
কটিয়াদীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা কর্মশালা, ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নির্মাণ শিল্পে নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে স্থানীয় রাজমিস্ত্রিদের অংশ গ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. শাহ আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাইভেট কনসালটেন্সি ফার্মের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট সিলেট ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার মনিরুল ইসলাম ও ভৈরব এরিয়া ম্যানেজার সুমন কর।

এতে উপস্থিত ছিলেন টেকনিক্যাল সাপোর্ট উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ ও মারুফ বিল্লাহ। এ সময় স্থানীয় সিমেন্ট ব্যবসায়ী, ডিলার, ঠিকাদাররা।

বক্তারা স্থাপনা নির্মাণ কৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। বিশেষ করে বিল্ডিং কোড অনুসরণ করে নির্মাণ কাজের উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালা শেষে নির্মাণ শ্রমিকদের নিয়ে র‌্যাফেল ড্র ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এএটি                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।