ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নেসলে পুরিনা এখন বাংলাদেশে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
নেসলে পুরিনা এখন বাংলাদেশে

ঢাকা: নেসলে পুরিনা এখন বাংলাদেশে এসেছে তাদের বিশ্বব্যাপী পণ্য সমাহার নিয়ে। নেসলে পুরিনার বিশ্বাস, পোষা প্রাণী এবং মানুষ একসঙ্গে বসবাস করাই শ্রেয়।

বিশ্বব্যাপী পোষ্য প্রাণীদের খাবার ব্র্যান্ড নেসলে পুরিনা, নেসলে এস এ সুইজারল্যান্ডের একটি সহায়ক প্রতিষ্ঠান যা স্মার্ট ট্রেড বাংলাদেশের সহযোগিতায়, প্রাথমিকভাবে বিড়ালদের জন্য সম্পূর্ণ ও সুষম খাদ্য ব্র্যান্ড ফ্রিসকিস নিয়ে বাংলাদেশে সাম্প্রতিককালে তাদের ব্যবসা শুরু করেছে। বাংলাদেশে পোষ্য প্রাণীদের জন্য স্বাস্থ্যকর খাবারের প্রচুর চাহিদা রয়েছে।

পশু চিকিৎসকদের ব্যাপক প্রচেষ্টা ও ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের সাহায্যে পোষ্য প্রাণীদের জন্য পুষ্টিকর খাবারের সচেতনতা ক্রমেই বেড়ে চলেছে। নেসলে পুরিনা বাংলাদেশ বাজারে এসেছে সব পোষ্য (কুকুর ও বিড়াল) প্রাণীর খাদ্য চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে।

৮০ বছরেরও বেশি সময় ধরে নেসলে পুরিনা সারাবিশ্বজুড়ে পোষ্য প্রাণীদের চাহিদা মেটাতে উচ্চমানের পুষ্টিকর খাবার সরবরাহ করে আসছে। বাংলাদেশে ফ্রিসকিস চালু হওয়ার মাধ্যমে তারা শুরু করেছে পোষ্য প্রাণীদের পুষ্টির মান বাড়ানোর। তারা ভোক্তাদের স্বার্থে বাংলাদেশে তাদের বিশ্বব্যাপী পোর্টফোলিও আনার প্রক্রিয়া শুরু করেছে।

ফ্রিসকিস বাংলাদেশের বাজারে প্রাপ্তবয়স্ক বিড়াল ও ছানাদের জন্য তিনটি ভিন্ন পণ্য বাজারজাত শুরু করেছে। বিশেষজ্ঞদের হাতে তৈরি এ বিড়ালের খাদ্যে রয়েছে আসল সামুদ্রিক ও প্রাকৃতিক উপাদান। এটি বিড়ালদের অন্যান্য খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি তাদের স্বাস্থ্যে দৃশ্যমান পার্থক্য এনে থাকে। তিনটি ভিন্ন স্বাদে ফ্রিসকিস (সিফুড সেন্সেশন, সার্ফ অ্যান্ড টার্ফ ফেভারেট এবং কিটেন ডিসকভারি) বাংলাদেশের বাজারে এসেছে যা বিড়ালের জীবনের বিভিন্ন পর্যায় ও জীবনধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।