ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ব্যাংকিং

এবি ব্যাংকের ডিএমডি হলেন তারিক আফজাল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এবি ব্যাংকের ডিএমডি হলেন তারিক আফজাল

ঢাকা: এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং করপোরেট অ্যাফেয়ার্স, আইনি ও নিয়ন্ত্রক বিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তারিক আফজাল।

এবি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি সোনালী পোলারিস ফাইন্যান্সিয়াল টেকনোলজির (সোনালী ব্যাংক ও ভারতের পোলারিস যৌথ প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

তারিক আফজাল ১৯৮০ এর দশকের শেষদিকে লন্ডন, যুক্তরাজ্যে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।

পরে কানাডার ক্রেডিট ইউনিয়ন, এএনজেড গ্রিনল্যান্ডস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে কর্মরত ছিলেন।  

এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক, ব্যাংক আল-ফালাহ এবং বাংলাদেশে ডান ও ব্র্যাডস্ট্রিট রেটিং এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।