ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৯

ঢাকা: মিরপুর-১২ নম্বরের পল্লবী থানাধীন ব্লক-ই এর লাইন-৪ এলাকার মোশারফ হোসেন নামে এক ব্যক্তির বাড়ির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে  নয়জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ আগস্ট)  রাত সাড়ে ১০টার দিকে ছয় তলা ওই বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) ইমরানুল ইসলাম।  

তিনি জানান, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।



দগ্ধরা হলেন-সুরত আলী (৬০), তার স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি, তার স্ত্রী লাবনী, সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), আলেয়ার মেয়ে মিলি (৫), বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আলমগীর (৩২)।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।