ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অনেক ব্যাংক সুদ হার সিঙ্গেল ডিজিট করেনি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
অনেক ব্যাংক সুদ হার সিঙ্গেল ডিজিট করেনি  অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, এখনো অনেক ব্যাংক সুদ হার সিঙ্গেল ডিজিট কার্যকর করে নাই, এটা কার্যকর করতে হবে না পারলে অনেক খেলাপির জন্ম হবে।

রোববার (১৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শফিউল ইসলাম বলেন, অসৎ ব্যবসায়ীদের শাস্তি দিন, কিন্তু প্রকৃত ব্যবসায়ীদের নাজেহাল করবেন না- শুল্কায়ন জটিলতা দূর করতে হবে।

হঠাৎ করেই বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু মানসম্পন্ন বিদ্যুৎ পাই না পাঁচ বছর পর পর ছয় বছরের ভ্যাটের রিটার্ন দিতে বলা হয়, কিন্তু রফতানি খাত ভ্যাটের আওতামুক্ত।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।